মা কেন এত দামি জানেনা সকলে
সৈয়দ মুহাম্মদ আবু আজম
মা কেন এত দামি জানেনা সকলে
জানত যদি পড়ত দেখে কোরআন হাদীস খুলে
একটি হজ্বের সাওয়াব মিলে
মাকে একবার দেখিলে (ঐ)
দশমাশ দশদিন গর্ভে ধারন করেছিল মা
সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রনা
সেই মাকে কষ্ঠ দিলে খোদার আরশ টলে (ঐ)
দুটি বছর পান করলেন মায়ের বুকের দুধ
কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ
কিভাবে সে মাকে ছেলে মন্দ কথা বলে (ঐ)
বষা শীতে মায়ের কোলে মুত্র ত্যাগ করিলে
ধৌত করে দিত মায়ে কুসুম গরম জ্লে।
মাঘের শীতে করত গোসল কনকনে শীত ভুলে (ঐ)
আল্লাঝর অলি বায়েজিদের বিরল ঘটনা
মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা
ছেলের জন্য করেন দোয়া মায়ে দু হাত তুলে
Read Also: এক যে আছে নূরের দেশ
Read Also: উপমা তোমার কেউ দেখেনি কখন
New Lyrics: উম্মতেরী মায়ায় নবী কান্দেন যারে যার