বাণিজ্যেতে যাব এবার মদিনা শহর
কবি কাজী নজ্রুল ইসলাম
আমি বাণিজ্যেতে যাব এবার মদিনা শহর
আমি এদেশে হায় গুনাহগারি ছিলাম জীবন ভর
পাঞ্জেগানার বাজার সেথা বসে দিনে রাতে ,
দুটি টাকা আল্লাহ রসূল পূঁজি নিয়ে হাতে
কত পথের ফকির সওদা করে হল সাওদাগর ।
সেথা আজানা দিয়ে কোরআন পড়ে ফেড়িওয়ালা হাঁকে,
বোঝাই করে দৌলত দেয় যে সাড়া দেয় ডাকে ।
ওগো জানেন তাঁহার পাকে কাবা খোদার অফিস-ঘর ।
বেহেশতে রোজাগার এর পরে ছাড়পত্র পায় ,
পায় সে সাহস ঈমান-জাহাজ যদি ডূবে যায় ।
ওগো যেতে খোদার খাস-মহলে পায় সে শীলমোহর
Read Also: ও মদীনা ওয়ালা নবী সব হারালেও তোমায় আমি চাই
Read Also: ওহি দেতে হে মুঝকো অর উনহি ছে মাঙ্গতাহু মে
New Lyrics: কার লাগিয়া কান্দ রে মন