দুইদিনের দুনিয়াতে কত জনের দেখা
মুহাম্মদ ওসমান গণি
দুই দিনের দুনিয়াতে কত জনের দেখা
হাসি খুশি সব ছেড়ে যেতে হবে একা
যাওয়ার জন্য আসিবে একটি কাঠের গাড়ি
সেই গাড়িতে শেষ স্টেশন কবর হবে বাড়ি
ঐ বাড়িতে থাকবে নারে কোন আলো বাতি
বাতি তোমার নিতে হবে করিয়া সাথী
বাতি হল আমল খানা ঈমানের তরী
কবর জিন্দেগিতে যদি সুখ শান্তি পেতে চাও
ইসলামেরী ৫ বুনিয়াদ পালন করে যাও
ঈমান নামাজ রজা হজ্ব যাকাত আদায় করি
কবরে শুয়াইয়া দিবে যখন আত্নীয় স্বজন
মাটি ঘরে নাই বিছানা থাকবে না কেও আপন জন
সাথে থাকবে দয়াল নবী যাবেনা ছাড়ি
Read Also: দাঁত থাকিতে দাঁতের মূল্য
Read Also: ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়
New Lyrics: তেরা নাম খাজা মুঈনুদ্দীন