ও মদিনার বিমান
শায়ের মাওলানা সেলিম রিয়াদ হক্কানী
ও মদিনার বিযান আরে লওনা তুলি।।
মদিনাওয়ালারে আই যাইত ‘ন’ পারির ভুলি
নবীর প্রেমত সারাক্ষণ যাইরগোই জ্বলি
এই জ্বালা বুঝাইয়ুম আই নবীরে খুলি
ও মদিনার বিমান আরে লওনা তুলি
ও মদিনার বিমান আরে লওনা তুলি।।
সারাবছর হাজার হাজার হাজীরা যাই
আই অধম বুক ভাসাই তাঁরার ইক্কা চাই
বিমানত উঠি গেলি নাযায় দে ঠেলি
ও মদিনার বিমান আরে লওনা তুলি…।।
মরার আগে মদিনা শরীফ ন দেখিলে
শান্তি পাইতামন আই মরিলে
এই চিন্তায় কাঁদি কাঁদি চোখের পানি ফেলি
ও মদিনার বিমান আরে লওনা তুলি…।।
ন’বুঝি হন কিছু ওই দিশেহারা
একনজর চাইবারলাই মদিনা মনোয়ারা
ও মদিনা তুই আরে পাগল বানাইলি
ও মদিনার বিমান আরে লওনা তুলি…।।