সূর্যি মামা যার কথা শুনে
সৈয়্যদ হাসান মুরাদ কাদেরী
সূর্যি মামা যার কথা শুনে।
পূর্ণিমা চাঁদ যার আদেশ মানে
আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে
আল্লাহুম্মা সাল্লিআলা সায়্যিদেনা মুহাম্মদিন।
মাওলা আলীর কোলে নবী ঘুমায়।
সূর্য ডুবে গেলে আলীর নামাজ ছুটে যায়
নবীর নির্দেশে, সূর্য ফিরে এসে আসরে যায় থেমে।
পূর্ণিমাতে আবু জেহেল বলে
চাদকে ফেটে দেখাও সত্যি নবী হলে
তর্জনীর ইশারায়, চন্দ্র ফেটে যায় ধরায় আসে নেমে ।
মুক্তি দিয়ে বনের হরিণীকে
বাচ্চার কাছে পাঠায় নিজে বন্দী থেকে
শিকারি অবাক, কাফের হতবাক লুটে পড়ে কদমে।
Read Also: Gali Gali Saj Gai
Read Also: Ek Main Hi Nahi Un Par
New Lyrics: Chaap Tilak sab cheeni re
অসাধারণ লিরিক 😊