খোদারই দান
জান কি জানতে পার, বুঝ কি বুঝতে পার
নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে
রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে (২)।
এসব কিছু খোদারই দান (নবীর অবদান) (ঐ)
নারিকেলের কোষের ভিতর পানি দিল কে ।
ছোট্ট শিশুর মুখের হাসি ফুটিয়ে দিল কে?
এসব কিছু খোদারই দান (নবীর অবদান) (ঐ)
মধু কোন মিষ্টি এত, তেতুল কেন টক
কোকিল কেন কালো এত সাদা কেন বক
এসব কিছু খোদারই দান নবীর অবদান (ঐ)
সমুদ্রেরই তলদেশে মুক্তা দিল কে।
খুঁটি বিহীন আসমানকে ঝুলিয়ে রাখল কে।
এসব কিছু খোদারই দান নবীর অবদান (ঐ)
আসমানে অগণিত তারা দিল কে
জোনাকিকে মিটিমিটি আলো দিল কে।
এসব কিছু খোদার দান নবীর অবদান (ঐ) ( সংগৃহীত )
Read Also: নবী মোর পরশ মনি
Read Also: নামে মোবারক মোহাম্মদ
New Lyrics: নবী প্রেমে প্রেমিক হলে