হে পাখির দল
হে পাখির দল
আছে কি তোমাদের এমন পাখি
যার ডানা দিয়ে উড়ে উড়ে যাব,
এমন নবীর বাড়ি
যাকে আমি ভালোবাসি (ঐ)
পশু পাখি কীট পতঙ্গ, রাতে হয়েছে কত আনন্দ
আমি বেছাহারা কেঁদে মরি হারিয়ে দুই আখি (ঐ)
রাতেরী আধারে জোনাকি জ্বলেকত যে মনোরম সবার তরে
আমি বেছাহারা কাঁদে মরি হারিয়ে দুই জোনাকি (ঐ)
এই দুনিয়ায় যত না প্রেমিক প্রেম সুধা পানে মৌ চৌদিক
মিটবে যে আমার মনের পিপাসা
কোথা যে সুরা কোথা যে সাকী (ঐ)
এসেছে এসেছে হজ্বেরই মাহিনা
মন পাখি আমার ঘরে রইনা
উওড়ে যেতে চায় সে মদিনা কিভাবে বেধে রাখি
Great Post