হবেনা আর দ্বিতীয়
মোহাম্মাদ ইকবাল কাদেরী
হবেনা আর দ্বিতীয় আমার নবীর মত
কুল কায়েনাত যাহার প্রেমে দরুদ পডে অবিরত…
যে নবীর শান মান সব খানেতে চলে
সে নবীর জীবন গেল উম্মতি উম্মতি বলে..২
ধন্য এমন দরদী নবীর হয়ে উম্মত।।
আল আমিন লকব দিল মুসলিম নয় কাফেরগণ
এমন আখলাকে ভরা ছিল আমার নবীর জীবন..২
দেখে তাহার সততা কাফেরেরাও মুগ্ধ হতো।।
ইকবালে কয় এমন নবীর কথা শুনে চন্দ্র তারা
পুনরায় সূর্য আসর ওয়াক্ত দিল (দেখ) কার ইশারা..২
বে জুবানে পডলো দরুদ বুঝে নবীর শান কতো।।
Read Also: নাতে রাসূল(দঃ)
Read Also: আধার ভূবনে উদয় হল পূর্ণিমার চাঁদ
New Lyrics: পুবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে