লক্ষকোটি তারার মাঝে যেমন একটি চাঁদ
সৈয়্যদ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরি
লক্ষকোটি তারার মাঝে যেমন একটি চাঁদ
সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ।
আল্লাহ নিজের নূর থেকে বানাইল যারে
লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে,
তিনি কায়েনাতের মূল, নবী মুহাম্মদ রাসুল
যার মাধ্যমে প্রকাশ পেল খোদার রবুবিয়াত।
আটারো হাজার মাখলুকাতের স্রষ্টা ছাড়া,
অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা
তিনি নূরের ফোয়ারা সিরাজুম মুনিরা
যাঁর নূরেতে সৃজন হল তামাম মাখলুকাত।
ধরার বুকে শুভ বার্তা ছড়িয়ে পড়ে
তশরিফ আনলেন নুর নবীজী মা আমিনার ঘরে
সাল্লে আলা সুর মাতিলো মধুর
হাসান মুরাদ গাইতে থাকুন সেই নবীজির না’ত
Read Also: Tori surat ke balihari, Nijaam
Read Also: Hasbi Rabbi Jallalallah
New Lyrics: আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু