মা জননী
মোহাম্মাদ ইকবাল হোসাইন
মা জননী
কতদিন তোমায় আমি দেখিনি
এখন আর কেউ বলেনা
খেয়েছো কি ভাত খোকা খাওনি
জানিনা কেমন আছো আঁধার কবরে
তুমি ছাডা ভাল নেই আমি এ পারে..২
সঙ্গে তোমার সাথে কেন নিয়ে যাওনি।।
এখন আমার হলে জ্বর কেউ নেইনা খবর
কেউ আর কপালে হাত বুলাইনা..২
তোমার সেই হাতের পরশ এখনো ভুলিনি।।
সুখ দুঃখের খবর নিয়ে দৌড়ে ঘরে যায়
দরজা খুলে দেখি তুমি ঘরে নাই..২
আমি ইকবালের সাথী এখন দুনয়নের পানি।।
Read Also: মাদানি রঙ্গে
Read Also: আধার ভূবনে উদয় হল পূর্ণিমার চাঁদ
New Lyrics: ১২রবিউল আওয়াল ঘুরে এসেছে