মদিনা যাব কেমনে
সৈয়্যদ মুহাম্মদ এহসান কাদের
মদিনা যাব কেমনে,
মদিনা দেখব কেমনে,
লাখো সালাম দিতে নবীর পাক চরণে।
আল্লাহ, আল্লাহ, আল্লাহ, আল্লাহ।।
যে নবীজীর কারণে সৃজিলে মোরে,
লাখো কোটি শুকরিয়া তোমার দরবারে,
সে নবীকে ভালবাসি মনেপ্রাণে।
দয়াল নবীর ভালবাসা এমন নিয়ামত,
যার উছিলায় মুক্তি মিলবে কঠিন কিয়ামত,
আর কে আছে নবী ছাড়া আপন বিজনে।
নেই কোন উপায় যেতে সোনার মদিনা,
এমন অপরূপ যার নেইকো তুলনা,
মদিনা নামের মালা গেঁথেছি মনে।
ধন সম্পদ চাইনা চাই নবীর দিদার,
নবীর ভালবাসা সন্তুষ্টি আপনার,
এহসান কাদের নবীর দিদার চাই স্বপ্নে।
Read Also: এক যে আছে নূরের দেশ
Read Also: ঐ পশ্চিম আকাশে
New Lyrics: ও মদিনা তোমায় ভূলতে পারিনা
Thanks for your blog, nice to read
Great Post