নাতে রাসূল(দঃ)
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
দুঃখের দিনের দরদী মোর
নবী কামলীওয়ালা( ﷺ)
তুমি আসবে জানি আঁধার রাতে
জ্বালবে চেরাগ লালা।।
জাগবে যবে বক্ষে আমার
অপার তৃষ্ণা সাত সাহারার
জানি ধরবে তুলে কন্ঠে আমার
কাওসারের পিয়ালা।।
মাঝ দরিয়ায় উঠলে তুফান
তাই না আমি ডরি
জানি আমায় কূলে নেবে তোমার
শাফায়াতের তরী
জানি রাঙ্গবে ধূসর দিনগুলি মোর
তোমার আঁখির আলোয়।
Read Also: লোকে আমায় পাগল বলে
New Lyrics: হবেনা আর দ্বিতীয়