দিনে দিনে যাচ্ছে বেড়ে
জুলুসের সংখ্যা

মোহাম্মাদ আলাউদ্দিন

Huzur Studio Photo

দিনে দিনে যাচ্ছে বেড়ে
জুলুসের সংখ্যা
দিকে দিকে বাজে দেখো
নবিজির ডংকা
আজো যারা গুমরাহিতে
আছো গো নিশ্চুপ
কাদবি তোরা একদিন ঠিকই
চাপরে চাপরে বুক

নবির আশেক দল বাধিয়া
আওলাদে পাকের চৌদিকে
ঘুরে ঘুরে নাত পরে
সালাম জানায় নবিকে
এমন দৃশ্য দেখে
যারা ঘুরিয়ে নেয় মুখ..
কাদবি তোরা একদিন
ঠিকই চাপরে চাপরে বুক

হুজুর কেবলা তৈয়ব সাহার
অসাধারণ নিদর্শন
গাউছিয়া কমিটি বাংলাদেশ
করে দিলেন গঠন
মানবের কল্যাণে তারা
খুজে বেড়ায় সুখ..
কাদবি তোরা একদিন
ঠিকই চাপরে চাপরে বুক

অগণিত মানুষ আসে
জুলুস করিতে
আঞ্জুমানে রাহমানিয়া ট্রাস্টের
ব্যবস্থাপনাতে
আলাউদ্দীন তো হক বলিতে
লুকায় নারে মুখ
কাদবি তোরা একদিন
ঠিকই চাপরে চাপরে বুক

Read Also: ও মদিনা
Read Also: চল যাই প্রেমো সুধা
New Lyrics: কাফনে দিস নবিজির নাম

Leave a Reply