দিনে দিনে যাচ্ছে বেড়ে
জুলুসের সংখ্যা
মোহাম্মাদ আলাউদ্দিন
দিনে দিনে যাচ্ছে বেড়ে
জুলুসের সংখ্যা
দিকে দিকে বাজে দেখো
নবিজির ডংকা
আজো যারা গুমরাহিতে
আছো গো নিশ্চুপ
কাদবি তোরা একদিন ঠিকই
চাপরে চাপরে বুক
নবির আশেক দল বাধিয়া
আওলাদে পাকের চৌদিকে
ঘুরে ঘুরে নাত পরে
সালাম জানায় নবিকে
এমন দৃশ্য দেখে
যারা ঘুরিয়ে নেয় মুখ..
কাদবি তোরা একদিন
ঠিকই চাপরে চাপরে বুক
হুজুর কেবলা তৈয়ব সাহার
অসাধারণ নিদর্শন
গাউছিয়া কমিটি বাংলাদেশ
করে দিলেন গঠন
মানবের কল্যাণে তারা
খুজে বেড়ায় সুখ..
কাদবি তোরা একদিন
ঠিকই চাপরে চাপরে বুক
অগণিত মানুষ আসে
জুলুস করিতে
আঞ্জুমানে রাহমানিয়া ট্রাস্টের
ব্যবস্থাপনাতে
আলাউদ্দীন তো হক বলিতে
লুকায় নারে মুখ
কাদবি তোরা একদিন
ঠিকই চাপরে চাপরে বুক
Read Also: ও মদিনা
Read Also: চল যাই প্রেমো সুধা
New Lyrics: কাফনে দিস নবিজির নাম