জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো

মোহাম্মদ ইকবাল

জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো
দুনয়নে রাসুলে (দঃ) পাক
দেখিলে কেমন হতো…




আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান
যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান..২
দয়াল নবীর পিছে নামায পডলে কেমন হতো।।

দ্বীনি কতো আলোচনায় থাকতাম আমি অধম
সামনে রাসুলে (দঃ) পাক হতো পাশে সাহাবাগণ..২
বুবকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো।।

দ্বীনের পথে কত সাহবা পেল শহীদি মরন
তাদের মাঝে হতাম যদি আমিও একজন..২
নবীর হাত মোবাকের দাপন কাফন হলে কেমন হতো।।




কেমন ছিল সেই দৃশ্য মোবারক দেখছেন সব সাহাবী
খেলছে শিশু হাসান হোসাইন সাথে দয়াল নবী..২
নবীর পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো
নবীর কাঁধ মোবারকে নাতি হোসাইন দেখলে কেমন হতো।

Read Also: আল্লাহ কে যে পাইতে চায় হযরত কে ভালবেসে
Read Also: আল্লাহ তোমার দরবারেতে
New Lyrics: আল্লাহ কোরআন পাঠালেন




3 Comments

Leave a Reply