এক যে আছে নূরের দেশ
মাওলানা সৈয়্যদ মুহাম্মদ হাসান মুরাদ আল-কাদেরি
এক যে আছে নূরের দেশ
নূরের সেথায় নেইকো শেষ
মদিনায়ে মনোয়ারা নূরী নবীর নূরী দেশ ।।
নূরী নবীর নূরী চরণ লাগলো যেদিন মদিনায়
মনোয়ারা লকব সেদিন লেগেছে মদিনার গায়
কল্যাণকর ইসলামি দেশ নূরানি তার পরিবেশ ।।
নূরী নবীর দুই কন্যা শাদি করে ওসমান
দুই নূরের মালিক হয়ে লকব পেল যুন নুরাঈন
সেই নবীকে নূর মানিলে কিসের ঝগড়া কিসের ক্লেশ ।।
আল কুরআনের প্রেরক নূর আল কুরআনের বাহক নূর
যে পাহাড়ে নাজিল হয় সে পাহাড় জাবালে নূর
নূরের কুরআন নূরের নবী মেনে নিলে মানায় বেশ ।।
ফেরেশতাও নূর নবীও নূর দুইয়ের মাঝে সেরা কে?
এই প্রশ্নের উত্তর পাবে নবীজীর মি’রাজ থেকে!
সিদরাতে নবীর শুরু যেখানে জিব্রাইলের শেষ ।।
Read Also: যখনি মন হবে পেরেশান
Read Also: বারো মাসের নাম
New Lyrics: ঐ মদিনার কথা
ভালো লাগলো 🕋