আমি যদি আরব হতাম
কাজী নজরুল ইসলাম
আমি যদি আরব হতাম মদিনারই পথ।।
এই পথে মাের চলে যেতেন নুর-নবী হযরত ।
পয়জা তার লাগত এসে আমার কঠিন-বুকে,
আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে।
সেই চিহ্ন বুকে পুরে, পালিয়ে যেতাম-কুহই-ভূরে,
সেথা দিবানিশি করতাম তার কদম্ জিয়ারত ।
মা ফাতেমা খেত এসে আমার ধুলি লয়ে,
আমি পড়তাম তার পায় লুটিয়ে ফুলের রেণু হয়ে।
হাসান হোসেন হেসে হেসে, নাছত আমার পক্ষে এসে,
চক্ষে আমার বইত নদী পেয়ে সে নেয়ামত।
গালমদের ঐ মিমের পর্দা
Read Also: আমি ঘুমালে প্রভু তোমায় ভুলে যাই
Read Also: আমি ধন্য হে রাসূল তোমায় পেয়ে
New Lyrics: নিল আকাশের চাঁদ কথা