রহমতেরি শীতল হাওয়া বইছে চৌদিকে
সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ
রহমতেরি শীতল হাওয়া বইছে চৌদিকে শেষ রাতেরই পূর্ণিমার চাঁদ লুকাল কি দেখে
আজ বারই রবিউল আউয়াল সুবহে সাদিকে দয়াল প্রভু পাঠাল মোর নুর নবীকে
ফেরেশতাদের বহর নিয়ে এল জিবরাঈল রেশমি সবুজ পাগড়ি পরে সেজেছে
বর্ণিল রঙ্গ বেরঙ্গের পতাকা হাতে লাল সবুজ নীল আকাশ বাসাত
মাতিয়ে তোলে আনন্দ মিছিল হুর ও গিলমা সাল্লে আলা গায় মুখে মুখে।(ঐ)
আম্বিয়াদের বহর নিয়ে এসেছেন আদম নবীর ঘরে
সব নবীদের হল সমাগম বিবি আছিয়া,বিবি হাজেরা, হাওয়া,
মরিয়ম মা আমেনার পাশে এসে জানাই স্বাগতম করতে বরণ কাবা শরীফ দখিনে ঝুঁকে(ঐ)
আরব দেশে এসেছে আজ খোদার শেষ নবী আরবী কোরেশি হাশেমী ও মু্ত্তলবী
নবীর নূরে আলোকিত সারা পৃথিবী আধাঁর কেটে আনল প্রভাত ঐ রাঙ্গারবী প্রকৃতি ও উঠল হেসে ঐ মহাসুখে (ঐ)
Read Also: ও… মদিনার বুলবুলি
Read Also: ওগো মদিনা মনোয়ারাহে
New Lyrics: এলোরে খুশির ঈদ