যেতে মদিনা
সৈয়দ মুহাম্মদ আবু আজম
ইচ্ছে জাগে আমার যেতে মদিনা
ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়
ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায় । (ঐ)
সারা বছর আশেকগন জিয়ারত করে
জিলহজ্বে হাজিরা হজ্ব পালন করে
তাদেরই সঙ্গী হতে আমার মন চায় । (ঐ)
নবীর দিদার যাদের নসীব হয়েছে
নিশ্চিত তারা জান্নাতি হয়েছে
পরকালে তাদের নেই কোন ভয় (ঐ)
আমিত অধম যেতে পারি নাই
কাবারি কাবা সোনার মদিনায়
তাইতো কাদি আমি যেতে মদিনায়
রওজার পাশে আমি নামায পরিব
নবীজিকে আমি সালাম জানাব
সে আসায় কেঁদে আমি বুকতি ভাসায়। (ঐ)
Read Also: শোনো শোনো মোনাজাত
Read Also: শুধু বিশ্বে নয় সৃষ্টিতে যাহার নেই তুলনা
New Lyrics: শোনো শোনো ইয়া এলাহী