কাফনে দিস নবিজির নাম
রাশেদুল ইসলাম রুবেল
আমার কাফনে দিস নবীজীর নাম ভুলিসনা কেউ
ভুলিস না,,,,
আমার রক্তের বাধন আত্নার স্বজন শোন দিয়া মন
সবার কাছে আমার শুধু এটাই আবেদন
আমি হঠাৎ করে গেলে মরে (২)
কাদিস না কেউ কাদিস না
আমার কাফনে দিস নবীজীর নাম ভুলিস না কেউ
ভুলিস না
লাশটি নিয়ে গরম জলে গোসলেরও পরে
বিছানাটা সাজাইয়া দিস খুসবো আতরে ২
পড়বি কুরআন দরুদ শরীফ ২
কান্নার বিলাব ধরিসনা ঐ
দুলহা সাজাই পালকি চড়াই নিবিরে যখন
নাতে রাসুল পাঠ করিও ও বৈরাতী গন ২
দিবি তুলে নবীর কোলে ২
দাত বেদাত বলিসনা ঐ
রাশেদ চাটগামির ওসিহত করছি জন প্রতি
সুন্নি আলেম দিয়া করিস লাশের ইমামতি আমার
লাশের ইমামতি ২
তশরিফ আনবেন দয়াল নবী ২
মিলাদ কিয়াম ছাড়িসনা ঐ
Read Also: একটু দাড়াও ইয়া মুহাম্মদ
Read Also: কত মানুষ যায় দল বেঁধে মক্কায়
New Lyrics: মাওলাই নবীর দিওয়ানা