ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়

সৈয়দ মুহাম্মদ আবু আজম।


ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়

ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী রওজায়

ইচ্ছে জাগে চুমো খেতে নূরানী পর্দায়। (ঐ)

সারা বছর আশেকগণ, জিয়ারত করে।

জিলহজ্বে হাজীরা হজ্ব পালন করে।

তাদেরই সঙ্গী হতে আমার মন চায়।(ঐ)

নবীর দীদার যাদের নসীব হয়েছে।

নিশ্চিত জান্নাতী তারা হয়েছে।

পরকালে তাদের নেই কোন ভয়। (ঐ)

আমি তো অধম যেতে পারি নাই।

কাবারই কাবা সোনার মদিনায়

তাইতো কাঁদি আমি যেতে মদিনায়। (ঐ)

রওজার পাশে আমি নামাজ পড়িব।

নবিজীকে আমি সালাম জানাব।|
সে আশায় কেঁদে আমি বুকটি ভাসায়। (ঐ)

Read Also: শোনো শোনো মোনাজাত
Read Also: হার গেয়া হে দুশমানে হায়দার
New Lyrics: শোনো শোনো ইয়া এলাহী

Leave a Reply